she told me she'd been crying
there had been a downpour of emotions
everything she wanted got washed away
in one blurry rainy afternoon
and like the crazy weather
she couldn't control this deluge
as it broke away all the dams
she tried to put around her heart
she couldn't help herself get inundated
by this flood of misery
the force of nature had been too strong
for her to avoid
this cataclysm of her heart
but like all lovers of rain
she knows that only rain has the power
to wash away everything
and make life start afresh
she knows
only after nature cries
things look much clearer than before
and the soil becomes ready
to bear new life
again
now that the monsoon of her mind
is over
her heart is ready
for the sun
Wednesday, December 9, 2009
Tuesday, October 27, 2009
এলোমেলো - ১০
মাঝেমাঝে ইচ্ছে করে
অন্য কোন দেশের কোন খুব চেনা এক রাস্তা ধরে
তোমার সাথে যাব আমি অনেক দূরে,
অন্য কোন ভাষার কোন খুব চেনা এক গানের সুরে
তোমার সাথে একটু কিংবা অনেক হাঁটি,
চলতে চলতে টুকরো স্মৃতির আদান-প্রদান
অন্য কোন যৌথ ভাষায়
তোমার-আমার মনের ভিতর বাড়াবে টান,
কোন কিছুর আশা ছাড়াই অন্য কোন ভালবাসায়
ইচ্ছে করে তোমার মনে একটুখানি আঁচড় কাটি।
এই 'তুমি'টা এই তুমি
বা সেই তুমি
বা অন্য কেউও পারে হতে
খুঁতখুঁতে নই আমি অত!
সিন্ডারেলার জুতোর মত
শুধু তোমার মনের সাথে
মিলতে হবে আমার মনের একটু ক্ষত।
আমার মনের একটুখানি পাওয়ার সাথে
পুরোপুরি মিলতে হবে তোমার মনের একটু চাওয়া।
পুরনো এক সুখের ছোঁয়া
তোমার কাছে এখন খুবই স্পষ্ট নাকি আজো ধোঁয়া
সেটাও আমি একটুখানি মিলিয়ে নেব
মিলে গেলেই তোমায় আমার সেই 'তুমি'টা বানিয়ে দেব।
আমার 'তুমি' হতেই হবে এমন আমি করব না জোর!
শুধু তোমার মনের খবর
মিলে গেলে দিনে-রাতে
আমার মনের স্থানীয় সংবাদের সাথে
ধরে নেব অন্য কারো
নাই বা হয়ে তুমি আমার হতেও পারো!
নিত্যদিনের ছোট-খাট ঝুটঝামেলা
নিয়ে আমি যেমন ভাবি সারাবেলা
যদি দেখি তুমি সেটার বেশি কিংবা কম ভাব না
ধরে নেব তোমার আছে 'তুমি' হবার সম্ভাবনা।
মিলগুলো সব একটুখানি মিলিয়ে দেখো।
সেই 'তুমি'টা চাইলে হতে আমায় ডেকো।
Thursday, August 20, 2009
ভালই আছি
আমি নাকি ভালই আছি
মাঝে মাঝে কৌতুহলে
যখনই কেউ আমায় বলে,
'কেমন ছিলি? কেমন আছিস?'
আমি সদা হাস্যময়ী
সেটা শুনে সব সময়ই
চোখের কোণে জ্বালাই আলো
বলি, 'আমি ছিলাম ভাল,
ভাল আছি, ভাল থাকিস’।
আমার নাকি হয়েছে সব
যে সব কিছু ছিল হবার
আমি নাকি পেয়েছি সব
যে সব কিছু ছিল পাবার
আমি নাকি অন্য সবার
থেকে অনেক ভালই আছি।
আমি নাকি বাঁধনহারা
এদিক সেদিক যখন তখন
বেড়াই উড়ে
দূরে দূরে
পাখির মতন!
কী আমাকে করছে তাড়া
কেউ কি ভাবিস সেটার কারণ?
কেন আমার অস্থিরতা?
মরচে ধরা পুরনো কোন
বৃষ্টিদিনের সুখের কথা
আমার চোখে বৃষ্টি নামায়
এখন কোন রৌদ্র দিনে?
কোন রাতটা আমায় ভাবায়
ওড়ায় আমায় অন্তহীনে?
কেউ কি জানিস
ভাল থাকা আমার মত?
মুখে হাসি মন আহত?
যেকোন ভাব-বিনিময়ে
খুব দক্ষ অভিনয়ে
কেউ কি তোরা বলতে পারিস
‘ভাল আছি, ভাল থাকিস’?
এমন করে আমার মত?
নাকি সেটা তোদের আজো শিখতে বাকি?
আমি তবে সবার থেকে ভালই থাকি।
Tuesday, April 21, 2009
a boy n me
there was a boy who knew me well
from my eyes he could tell
whether i'm happy or unwell
from my smiles he could smell
whether these lips have gone through hell
there was a boy i knew good
from his shadowed face i could
tell his hungry soul needs food
from his hands i knew i would
be the one to change his mood
there was a time when the boy was mine
that was when he made all fine
and promised we would walk in line
against all odds we would shine
and make life taste like bittersweet wine
but those times have gone for long
forgot why or what went wrong
i'd been weak but now i'm strong
and to another boy i belong
now i sing a different song
Saturday, March 21, 2009
এলোমেলো ৯
ভালবাসা, তোমায় আমি ভালবাসি
এপথ-সেপথ ঘুরেফিরে
অচেনা সব মুখের ভীড়ে
চেনা তোমার কাছেই আমি ফিরে আসি।
বড় আমি অনেক এখন
মনের কথা এখন আমার বলতে বারণ
ব্যস্ত থাকি নিজের কাজে
আজেবাজে
খুব অকারণ
বাসতে ভাল আর কি সাজে?
মাঝেমাঝে বড় হওয়ার দুঃখ আমায়
গ্রাস করে নেয় হঠাৎ করে
জেগে থাকা রাতের ভোরে
আমায় ভাবায়
কারণ ছাড়া
হাসিখুশি ভাল আমি হঠাৎই হই দিশেহারা।
ভালবাসা, তোমায় তখন খুঁজে ফিরি
পুরনো সব স্মৃতির কাছে
একেক করে,
রাতের ভোরে
কেউ আমাকে বাসত ভাল,
অন্য কোন ভোরের রাতে
সেই স্মৃতিটার একটু আলো
আমার মনের জানালাতে
সকাল আনে পাখির ডাকে
জানি সেসব স্মৃতির বাঁকে
আমার ভালবাসা আছে।
ভালবাসা, ছিলে আছো আমায় ছুঁয়ে
মা-বাবা-বোন-বন্ধু হয়ে
আগের থেকে একটু শুধু অন্যভাবে
একটু দূরে
সময় এখন আগের থেকে একটু কঠিন
নেই তো এখন ভালবাসা আগের মত বিরতিহীন
মাঝে ভাঙা-গড়ার খেলা
চলল মেলা
নেই তুমি আর সবটা জুড়ে
তাতেই কি সব হারিয়ে যাবে!
ভালবাসা, দূর কিংবা কাছাকাছি
তুমি আছো বলেই জেনো আমিও আছি
স্মৃতি কিংবা বর্তমানে
বন্ধু কিংবা মায়ের প্রিয় আহবানে।
ভালবাসা, দিনের শেষে আমার ঠোঁটে
কাছের দূরের নানান রূপের তোমায় ভেবেই হাসি ফোটে।
Subscribe to:
Posts (Atom)