Thursday, May 6, 2010
somewhat haphazard, randomly
a lot of things were meant to be
but when i stop and reflect
on the things that did take effect
i wonder how they also could not have been...
in this mysterious life i have seen
so many things happen everyday
to so many people, in many a way
with hopes of colours splashed across
black and white dreams of loss
and they dream so many random dreams
of shared laughter or lone screams
dreams of such varied thirst...
but why do the dream-bubbles always burst!
what's it to me!
from morning till night
i remain engrossed in my own plight
and i might
be near everyone or far
but please do remember,
in my mind, i write my poems alone..
in a secret garden i own
the sowing goes on single-handedly...
in this secret garden of mine
who would know how many a vine
and how many exquisite plants are sown!
and who knows how many flowers are grown
and how many insects visit each day!
who keeps a track of that anyway
except for me?
like other people's misery
hardly ever rattles me,
no one else is there to see
if a rare breed of flower
with unusual inherent power
and with immense possibility
of the very impossibility
blooms and smiles unceremoniously
and then suddenly falls apart
from my secret garden's heart...
in the path of everyday life
in all the non-stop eternal strife
a lot of things were meant to be
but a lot of things did happen, you see..
a part of it is so very right
but then the rest is a blurry sight.
not sure which one was good or bad
if i'm still sane or have i gone mad?
and all these clouded confusion
increase the imbalance of equation
of every page of my balance-sheet
where all my hopes and reality meet
this is how my life in mess
goes on, i find myself helpless
with all it's mundane maladies...
i forget familiar melodies
with chains and shackles around my heart
i forget how to recharge, restart
don't know when i ceased wanting more
with the spontaneity like before
and stopped singing any songs in tune
and now my heart has gone immune
to calls of anyone near or far
because i know how an old scar
gets more and more burnt in fire
in the shadow of a new desire...
Thursday, February 25, 2010
এলোমেলো ১২
একটা সময় তুমি আমি রাত কাটাতাম অন্য ঘরে
দিনের শুরু হলে পরে
কোন একটা অংক ক্লাসে
তোমার আমার দেখা হত যৌথ কোন সিলেবাসে
মান-অভিমান দু:খ-সুখের ঢাকা শহর
তখন ভীষণ তীব্র ছিল
তোমার আমার স্বপ্নে ছিল
একটা ছোট লালরঙা ঘর।
সেসব অনেক আগের কথা
বেশ কিছুটা অন্য এখন বাস্তবতা।
তুমি আমি এখন থাকি এক সাথে এক অন্য দেশে
সোজা সরল রাস্তা ছেড়ে খুব পাহাড়ী পরিবেশে
সেই দেশেরই ছোট্ট কোন বাড়ির ভেতর
এখন আছে তোমার আমার লাল রঙা ঘর।
কিন্তু এখন পাল্টে গেছে দিনের নিয়ম
দৈনন্দিন দু:খগুলো এখন ভীষণ অন্যরকম
সারাটা দিন আমরা থাকি অন্য কোথাও অন্য ঘরে
কাঁপতে থাকি অন্য কারো বানানো এক উটকো ঝড়ে
ছুটতে থাকি অন্য কিছু পাবার আশায়
কিংবা সেটা নাই বা পেলে সেই হতাশায়
দিনের বেলা তোমার আমার রাস্তা বাঁকা
সেই ভাবনায় রাতের বেলা একসাথেও একা থাকা
লাল ঘরটায় ভালই জানি আমরা দু'জন
এই রকমই এই এখনের যৌথ জীবন
ছোট ছোট মান-অভিমান সুখ কিংবা দু:খ নিয়ে
বড় বড় ভাবনা ভাবার সময় কোথায় যায় হারিয়ে।
তোমার আমার লাল ঘরটায় পাশাপাশি দুইটা বালিশ
প্রতি রাতে ঘুমিয়ে গিয়ে
দিনের কোন ঝুট-ঝামেলার বিচ্ছিন্ন দু:খ নিয়ে
রাতের বেলা স্বপ্ন দেখা
সেই স্বপ্নে একা একা
ভিন্ন কোন লোকের কাছে তুমি আমি জানাই নালিশ।
সময় যতই গড়িয়ে যায়
স্বপ্নগুলো এমনিভাবেই রং বদলায়
এক আকাশের নিচে থেকেও অন্য কোন পাখি হয়ে
তুমি আমি উড়তে থাকি অন্য কোন লোকালয়ে।
Subscribe to:
Posts (Atom)